টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু।
শুক্রবার সন্ধ্যার দিকে নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দপ্তিয়রের পাইকেলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তোতা মিয়া (৪০) নামে একজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তার মৃত্যু হয়।
সংঘর্ষে আরও দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।