শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

নিবন্ধন করেও টিকা পাননি এক কোটি ৬৮ লাখ মানুষ

  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার জন্য নিবন্ধন করেও এক কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ এখনও টিকা পাননি। যার মধ্যে পঞ্চাশোর্ধ্ব রয়েছেন ৫২ লাখের মতো।

রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

অধিদফতর বলছে, টিকার জন্য দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন। আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৭৩৩ জন।

নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন। তবে এখনও টিকা কর্মসূচির বাইরে রয়েছে এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৫৪০ জন মানুষ।

এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে যারা নিবন্ধন করেছেন, তাদের প্রথম ডোজ আগে নিশ্চিত করে যথাযথ সময় দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে হবে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, আমাদের টিকা কেন্দ্রগুলোতে সক্ষমতার তুলনায় অধিক সংখ্যক মানুষ নিবন্ধন করায় কিছুটা দেরি হচ্ছে। টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনার পর থেকেই ব্যাপক হারে নিবন্ধন হচ্ছে।

তিনি বলেন, যে কেন্দ্রে দৈনিক ২০০ জনের টিকা দেওয়ার সক্ষমতা, সে কেন্দ্রে দৈনিক নিবন্ধন হচ্ছে হাজারেরও বেশি। এ অবস্থায় কিছুই তো করার নেই। যারা নিবন্ধন করেছেন, তারা সবাই টিকা পাবেন। পর্যায়ক্রমে সবারই এসএমএস আসবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

গত শনিবার সারাদেশে (৫ নভেম্বর) ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৬৩১ জনকে।

টিকা কার্যক্রমে গতি আনতে গতকাল (শনিবার) থেকে উপজেলা পর্যায়ে সব কমিউনিটি হেলথ ক্লিনিকে একদিনের জন্য টিকা ক্যাম্পেইন শুরু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved