বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা থেকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেশমা খাতুনের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দুবালা গণমাধ্যমকে এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।
রেশমার বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার স্বামীর নাম ফরিদুল ইসলাম। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (সংরক্ষিত নারী আসন) ছিলেন।
কৃপা সিন্দুবালা বলেন, ‘গ্রামের স্থানীয় বাসিন্দারা ধানখেতের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
বিষয়টি জানার পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। রেশমার স্বজনরা পরিচয় শনাক্ত করেছেন।’
ফরিদুল ইসলাম বলেন, ‘গত ৫ দিন ধরে রেশমা নিখোঁজ ছিল। বগুড়ার শেরপুর উপজেলা থেকে বাড়ি ফেরার সময় সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আমাদের শেষ বারের মতো কথা হয়।
এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
তবে পুলিশ জানিয়েছে, রেশমা খাতুন ৫ দিন ধরে নিখোঁজ থাকলেও তার স্বামী বা কোনো স্বজন থানায় অভিযোগ করেননি।