কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ২ দিন পর ১০ বছরের শিশু ফরহাদ হোসেনের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পাতিলাপুর-মিয়াপাড়া সড়কের আকবর আলীর ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের নূর আলমের ছেলে এবং খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার।
শিশুর পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শিশুটি বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসে নাই। এরপর পরিবারের লোকজন ওই রাত এবং পরদিন শুক্রবার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শবতী পাতিলাপুর-মিয়াপাড়া সড়কের আকবর আলীর ধান ক্ষেতে শিশুটির মরদেহ এলাকার লোকজন পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে, সুরতহাল রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।