নাটোর : নাটোর শহরের বাইপাস রোডের পিটিআই মোড় ও কান্দিভিটা বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোহাম্মদ তারেক (২৬) শহরের দিয়ারভিটা মহল্লার সোহরাব হোসেনের ছেলে ও মো. রকিবুল ইসলাম (২৬) একই মহল্লার মো. নিঙ্গল প্রামাণিকের ছেলে।
জানা গেছে, পিটিআই মোড় ও কান্দিভিটা বটতলা মোড়ে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলাটিকে বিপরীতমুখী এক পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তারেক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন মো. রকিবুল ইসলাম।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত রকিবুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
নাটোর থানার ওসি মনসুর রহমান বলেন, পিকআপভ্যানচালক ও তার সহকারীকে আটকের চেষ্টা করছে পুলিশ।