শিরোনাম :
১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মনোনয়ন প্রত্যাখ্যান করলেন বগুড়া-৩ আসনের ফিরোজ তারেককে না মানা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে নির্বাচনে মাঠে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠাবেন রমজান কাদিরভ স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল দেখবেন যেভাবে রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ খালেদা জিয়ার উপদেষ্টাসহ বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার খুলনায় ইপিজেডের বাসে আগুন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

ধর্ষণের মামলা করায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত

  • বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরছাপ পূর্বপাড়া (বুদা গাজীর বাড়ী) গ্রামে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করার জেরে জেসমিন আক্তার(৪০) নামে এক গৃহবধূকে প্রকাশে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে৷ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে৷

জানা যায়, গত শুক্রবার (২০ আগস্ট) দুপুর ২ টায় প্রতিবেশী কাউছার আহম্মেদ(৩০) পিতা. নুরুল ইসলাম,মো. হাসান (২৫) পিতা. নুরুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন মিলে ভিক্টিমের ওপর হামলা করে৷ এ সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে আহত অবস্থায় অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার চান্দিনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করান৷

এদিকে ভিক্টিম জেসমিন আক্তার বলেন, গত কিছু দিন আগে আমার মেয়েকে কাউছার এর ছোট ভাই হাসান জোর পূর্বক ধর্ষণ ও হত্যার চেষ্টা করে৷ ঘটনায় মেয়ের বাবা জামাল হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করে৷ আমরা কেন তাদের বিরুদ্ধে করা মামলা উঠাই না, সে কারণে পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর হামলা করে এবং সাথে থাকা স্বর্ণলংকার নগদ টাকা ছিনিয়ে নেয়। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিক্টিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের পক্রিয়া চলমান রয়েছে বলেন জানা যায়।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা মো. জামাল হোসেন বলেন, মো. হাসান আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমি কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করি। মামলার পর থেকে মামলা তুলে নিতে কিছু প্রভাবশালীর সহযোগিতায় তারা আমাকে হুমকি দিতে থাকেন। মামলা তুলে না নেওয়ায় আমার স্ত্রীকে প্রকোশ্যে লাঠিপেটা করে। এর আগে আমার মেয়ে ও আমাকেও এভাবে রাস্তায় প্রকাশ্যে লাঠিপেটা করে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ভুক্তভোগী ওই কিশোরীর বাবা মো. জামাল হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved