ঢাকা : দেশে এখন পর্যন্ত ৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬১৭ জন। অর্থাৎ ৮ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩২২ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে আজ ১২ লাখ ৪৫ হাজার ১৭০ ডোজ দেওয়া টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৯ লাখ ৭০ হাজার ২৫৮ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯১২ জন।
টিকাগুলো হলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের তৈরি সিনোফার্ম।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার ৩৯২ জন।