স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও টসে জিতেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই সিরিজে বিশ্বকাপ দলের বেশ কয়েকজন নিয়মিত সদস্যকে পাচ্ছে না স্বাগতিকরা। ইনজুরির কারণে সাকিব আল হাসানের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন নেই। বাদ পড়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন। তাদের পরিবর্তে সুযোগ পেয়ে একাদশ সাইফ। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। নাসুম আহমেদকে রাখেনি স্বাগতিকরা। একাদশে আছে ৩ পেসার।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।