ঢাকা: সপ্তাহখানেক আগেই যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সেই ঘটনা তদন্তের মধ্যেই ফের কারিগরি সমস্যায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।
সাধারণত সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হয়, তবে সমস্যার বিষয়টি জানিয়ে ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ‘অনিবার্য কারণে ডিএসইর লেনদেন নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর পুনরায় চালু হবে।’
সকাল ১০টায় লেনদেন শুরুর কথা বলা হলেও সেটি পিছিয়ে শুরুতে সাড়ে ১০টা করা হয়। পরবর্তী সময়ে সে সময় আরও আধাঘণ্টা পিছিয়ে বেলা ১১টা করা হয়। বেলা ১১টা থেকে লেনদেন চালু হয়।
এ বিষয়ে জানতে কল দিলে ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমানের নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদারকে কল দেয়া হলেও সেটি রিসিভ করা হয়নি।
এর আগে গত ২৪ অক্টোবর একই সমস্যা দেখা দিয়েছিল ডিএসইতে। ওই দিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন, যা ২টা ১০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।
পরে আবারও লেনদেন শুরু হয় বেলা ২টা ১০ মিনিটে, যা চলে ২টা ২৫মিনিট পর্যন্ত। ওই দিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা আড়াইটা পর্যন্ত করা হয়েছিল।
লেনদেন বিপর্যয়ের কারণ তদন্তে কমিটি গঠন করে বিএসইসি। সংস্থাটির পরিচালক আবুল হাসানকে টিম লিডার ও সহকারী পরিচালক দস্তগীর হোসেনকে সদস্যসচিব করে পাঁচজনের একটি দলকে দেয়া হয় দায়িত্ব।