ঢাকা : রামপুরায় অনাবিল বাসের চাপায় নিহত শিক্ষার্থী মাইনু্দ্দিন নিহতের ১০-১২ মিনিটের মধ্যে এত মানুষ এলো কোথা থেকে, কারা সঙ্গে সঙ্গে ফেসবুকে পোষ্ট করেছে এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মানিক মিয়া এভিনিউয়ে প্রশ্ন হওয়ায় সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপদ করতে আমাদের কর্মতৎপরতা চলমান রয়েছে। আমরা মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ শৃঙ্খলা ফেরাতে মহাসড়ক বিল পাস করা হয়েছে। বিআরটিএ’র যতো জনবল থাকার দরকার ততো নেই। আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি। ওবায়দুল কাদের বলেন, সড়কে দুর্ঘটনা কাম্য নয়।সড়কে মৃত্যুর সংবাদ দুঃখজনক। আমরা শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি মেনে নিয়েছি। এসময় তিনি রায়পুরায় দুঘর্টনার পর নানা রকমের অভিযোগ উঠেছে। দুঘর্টনার পরে ১০-১২ মিনিটের ব্যবধানে এত মানুষ কোথা থেকে এলো?এত রাতে দুর্ঘটনার খবর ১০-১২ মিনিটের মধ্যে কীভাবে ছড়াল?
সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কলাবাগান মাঠ সংলগ্ন রাস্তা এবং কাকলি পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় একযোগে সড়ক নিরাপত্তামূলক রোড শো শুরু হয়েছে।
সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কলাবাগান মাঠ সংলগ্ন রাস্তা এবং কাকলি পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় একযোগে সড়ক নিরাপত্তামূলক রোড শো শুরু হয়েছে। এ কর্মসূচিতে স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমে উপস্থিত আছেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ-এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ-এর এনফোর্সমেন্ট শাখার পরিচালক সারোয়ার আলম বলেন, ঢাকার মধ্যে বিআরটিএ-এর ভ্রাম্যমান আদালতের ৯টি টিম কাজ করে।আমরা সড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত রাখব।