আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের তেল আবিবে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস। ছবি: সংগৃহীত
ইসরাইলের তেল আবিবে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস। খবর আল জাজিরা।
সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, তেল আবিব এবং মধ্য ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সোমবার রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। এরপরই বিবৃতি দিয়ে হামলার কথা জানায় কাসেম ব্রিগেডস।
তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, রকেট হামলা চালিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সোমবার (২০ নভেম্বর) সকালের দিকে চালানো এই হামলায় সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। খবর টাইমস অব ইসরাইলের।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। এতে দেখা যায়, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরাইলের বিরানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিওতে আরও দেখা গেছে, রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, হামলার ঘটনার পরপরই ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা ও মার্গালিওট শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।