শিরোনাম :
সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুপুরে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না আমিরাত মিশর সীমান্তে গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭ বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে হবিগঞ্জে বাসচাপায় নিহত ৩ সৌদি আরব পৌঁছেছেন ৫০০১৪ হজযাত্রী, মোট মৃত ৪ ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে গেজেট জাতীয় চা দিবস আজ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি আহত তরুণ সমাবেশের মধ্যে দিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজবে: টুকু সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে: ফখরুল ‘আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না’

তৃতীয় জয় জুভেন্টাসের

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিবর্ণ ফুটবলে তোরিনোর বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল জুভেন্টাস। শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন মানুয়েল লোকাতেল্লি। তার গোলে সেরি আয় টানা তৃতীয় জয় পেল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। প্রতিপক্ষের মাঠে শনিবার তুরিন ডার্বিতে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণ দুটিতেই এগিয়ে ছিল তোরিনো। তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। ২১তম মিনিটে স্বাগতিক মিডফিল্ডার সাসা লুকিচের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ৩৩তম মিনিটে দারুণ সেভে জাল অক্ষত রাখেন জুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। তোমাসো পোবেগার শট ব্যর্থ করে দেন তিনি।

প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষাই নিতে পারেনি সফরকারীরা। বিরতির আগে ডি-বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন লোকাতেল্লি।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোইজে কিনের বদলি নামা হুয়ান কুয়াদরাদো ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন, বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ৭০তম মিনিটে বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন লোকাতেল্লি।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন লোকাতেল্লি। ফেদেরিকো চিয়েসার পাস ডি-বক্সের মাথায় পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার।

সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে জুভেন্টাস। ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তোরিনো। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে আছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved