শিরোনাম :
সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে: ফখরুল ‘আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না’ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি আহত দেশে হাসপাতালে ভর্তি আরও ১৪১ ডেঙ্গুরোগী কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত গুম-নিপীড়ণে জড়িতদের তালিকা তৈরিতে কমিটি করেছে বিএনপি টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার আগামীকাল দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চিমাদের দায়ী করল চীন ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী: কাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না: মির্জা ফখরুল ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.৪১% রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২

তাবিজেও হলো না প্রেম, কলেজ ছাত্রের আত্মহত্যা

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে খালাতো বোনকে বার বার প্রেম নিবেদন করে ব্যর্থ হওয়ায় দ্বারস্থ হয়েছিলেন গ্রামের মসজিদের ইমামের। কিন্তু তার দেয়া বশীকরণ তাবিজেও কাজ হয়নি! দুঃখে অভিমানে একাধিকবার করেন আত্মহত্যার চেষ্টা।

প্রতিবার পরিবারের লোকজন প্রাণ বাঁচালেও শুক্রবার (৮ অক্টোবর) রাতে আবারও বিষপান করেন ইজাজুল তালুকদার। স্বজনরা দ্রুত তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলেও রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের ইব্রাহিম তালুকদারের ছেলে ইজাজুল তালুকদার (২৪) তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী।

মশিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান জানান, ইজাজুল তালুকদার দীর্ঘদিন ধরে তার খালাতো বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু বার বারই তার খালাতো বোন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মাসখানেক আগে গ্রামের কদমতারা মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবিরের কাছ থেকে খালাতো বোনকে বশ করতে তাবিক-কবজ আনেন।

এতে কাজ না হওয়ায় অতিষ্ঠ হয়ে শুক্রবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষপান করেন প্রেমিক ইজাজুল। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে রাতেই মারা যান তিনি।

এ ঘটনায় ইজাজুলের বাবা ইব্রাহিম তালুকদার বাদি হয়ে ইমাম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় ইমাম হুমায়ুন কবির জামিনে আছেন। এ বিষয়ে জানতে ইমাম মাওলানা হুমায়ুন কবিরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানান, ইজাজুলের মৃত্যুর খবরে গ্রাম ছেড়ে পালিয়েছেন তিনি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved