শিরোনাম :
সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে: ফখরুল ‘আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না’ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি আহত দেশে হাসপাতালে ভর্তি আরও ১৪১ ডেঙ্গুরোগী কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত গুম-নিপীড়ণে জড়িতদের তালিকা তৈরিতে কমিটি করেছে বিএনপি টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার আগামীকাল দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চিমাদের দায়ী করল চীন ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী: কাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না: মির্জা ফখরুল ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.৪১% রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২

ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯৭ শতাংশই ফেল

  • রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিট মোট পাসের হার ২ দশমিক ৫৬ শতাংশ। ১৩৫টি আসনের বিপরীতে সাধারণ জ্ঞান ও অঙ্কন মিলিয়ে মোট পাস করেছে ২৫৮ জন। মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫ হাজার ৪৯৫ জন।

আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় আবদুল মাতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার আলী।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd গিয়ে ফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU CHA < roll no> টাইপ করে ১৬৩২১ এসএমএস করে ফল জানতে পারবে।

সর্বোচ্চ ১১০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে শিক্ষার্থী কাবেরী আজাদ রামী, ১০৪ দশমিক ০৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি নাজিমুদ্দিন কলেজের মারিয়াম মালিহা এবং ১০০ দশমিক ৭৫ পেয়ে তৃতীয় হয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান নিপু।

পাস করা শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর বিকাল ৩টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করবে। কোটায় আবেদনকারীরা ১৬ নভেম্বর হতে ২২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিসে হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved