ঢাকা : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের কাছে তেলের লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শামিম আহমদ (৩২) ও শের আলী (৩০)। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত শামিম উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। অপরজন একই গ্রামের গৌছ মিয়ার ছেলে শের আলী।
এ ঘটনায় গুরুতর আহত আতাউর রহমানকে (৩১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।