মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একটি যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরিত হয়ে দূর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।
রোববার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফেরিঘাট নামক এলাকায় চাকা বিস্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে প্রচন্ড বেগে ধাক্কায় লাগে বাসটির। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দূর্ঘটনা কবলিত স্বাধীন এক্সপ্রেস বাসটি মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাচ্ছিলো।
হাসারা হাইওয়ে পুলিশ ও আহত বাস যাত্রী সূত্রে জানাযায়, ৩৫ অধিক যাত্রী নিয়ে মাওয়া থেকে ঢাকার অভিমুখ যাচ্ছিলো স্বাধীন এক্সপ্রেস বাসটি। পথে শ্রীনগর ফেরিঘাট নামক স্থানে পৌছালে বাসটির সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে একপাশ হয়ে আছরে পরে বাসটি। দুমড়েমুচড়ে যায় সামনে অংশ।
এতে দূর্ঘটনায় আহত হয় বাস যাত্রী হাফেজ রবিউল ইসলাম(৩০), আসাদুর রহমান(৫২), ফাহিমা (৪৫), আবুল আলী বেপারী(৬০) আর্শেদ আলী ফকির, রঞ্জিত (৪০), মুন্না (১০) সহ কমপক্ষে আহত হয় ১৫ যাত্রী, এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্ব বলে জানিয়েছে চিকিৎসক।
আহতদের মধ্যে ৭জনকে শ্রীনগর স্বাস্থ্যকমপ্লেক্স ও ২জনকে ঢাকায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।
হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, চাকা বিস্ফোরণেই দূর্ঘটনার কবলে পরেছে বাসটি। স্থানীয়ের সহযোগিতায় আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ ও প্রাথমিক চিকিৎস্য দেওয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে রাস্তা যানচলাচলের উপযোগী করা হয়েছে মহা সড়ক।