শিরোনাম :
পিয়াজের দাম বাড়ছে মিনিটে মিনিটে গাজার ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকা জেলা বিএনপির সম্মেলন ঘিরে অলোচনায় যারা

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

ঢাকা : ঢাকা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। দুপুর ২টায় নবাবগঞ্জের কলাকোপায় এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে আলোচনা রয়েছেন এক ডজনের বেশি নেতা।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সমঝোতায় না হলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। নেতা নির্বাচনের বিষয়টি নির্ভর করছে কাউন্সিলরদের ওপর। তারা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।

দলীয় সূত্র বলছে, এবারের সম্মেলনে মোট ১০টি ইউনিটে ১ হাজার ১০ জন কাউন্সিলর তাদের মতামত তুলে ধরবেন। ঢাকা জেলা বিএনপির শীর্ষ পদ পেতে দীর্ঘদিন থেকে লবিং করছেন বর্তমান সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক পদে তমিজ উদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দিন (ভিপি নাজিম), ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

এর বাইরে আলোচনায় আছেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। তার পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ।

২০১৬ সালে ঢাকা জেলা বিএনপির আংশিক ৫৬ জনের কমিটি হয়। পরে ২০১৮ সালে ২৬৬ জনের পূর্ণাঙ্গ কমিটি হয়। ওই কমিটির সভাপতির দায়িত্ব পান ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান খন্দকার আবু আশফাক। গত জুনে ঢাকা জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা বিলম্বিত হয়েছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved