শিরোনাম :
প্রথম আলোর সেই সাংবাদিক কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে : টুকু স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী

ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর : আইজিপি

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

কক্সবাজার : ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শত ফানুসের আলোয় আলোকিত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। শুধু ফানুস নয়, ছিল শত আতশবাজি, নৃত্যসহ নানা আয়োজন। আর এসব দেখতে সৈকতে জড়ো হয়েছিলেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্যুরিস্ট আলোর উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী। প্রতি বছর এখানে ভিড় করেন লাখো দেশি-বিদেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গঠন করা হয় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্দরবনও এখন নিরাপদ পর্যটন স্পট। কারণ সেখান থেকে দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে, শান্তি ফেরানো হয়েছে। তাই সেখানে নিরাপদে পর্যটকরা ভ্রমণ করতে পারছেন।

আইজিপি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাদের আরও দক্ষ করে তুলতে আরও যা প্রয়োজন সব করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ও পুলিশ বদ্ধপরিকর।

এ সময় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, অতিরিক্ত ডিআইজি মো. আবু সুফিয়ান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved