আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের নির্বাহী প্রধান পরাগ আগারওয়ালকে বরখাস্ত করলেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির মালিক হওয়ার পর এই শীর্ষ ধনকুব কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই শুরু করেছেন ইলন।
সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দফতর ছেড়েছেন পরাগ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক। বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও।
এর আগে, বৃহস্পতিবার সকালে হঠাৎ সানফ্রান্সিসকোয় টুইটার সদর দপ্তরে হাজির হন ইলন মাস্ক। অদ্ভুতভাবে এসময় তার হাতে ছিল বিশাল একটি সিংক। টুইটারে এর ভিডিও শেয়ার করে তিনি লেখেন, টুইটার সদর দপ্তরে ঢুকছি, সেটাকে পুরোপুরি বুঝে নেই!
সূত্র: এএফপি, এনডিটিভি