আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের টিকা মজুদ করে রাখায় বিশ্বের ধনী দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। টিকা পাওয়ার জন্য দরিদ্র দেশগুলো যখন লড়াই করছে, তখন ধনীরা টিকার স্তূপ বানিয়ে ফেলেছে। অনেক টিকা সেখানে নষ্টও হচ্ছে।
এ জন্য তাদের বিরুদ্ধে ‘নৈতিক জুলুমের’ অভিযোগ এনেছেন ব্রাউন। তিনি বর্তমানে জাতিসংঘে বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও গ্রুপ অব সেভেন-এর অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাদেরকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গুদামে জমা থাকা টিকাগুলো বের করে জরুরি ভিত্তিতে আফ্রিকায় পাঠানোর তাগাদা দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর কাছে প্রায় ৩০ কোটি টিকার মজুদ আছে। অন্যদিকে আফ্রিকায় এখন পর্যন্ত মাত্র ৭ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে বলে সানডে মিররে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন গর্ডন ব্রাউন।
এতে তিনি এয়ারফিনিটি প্রতিষ্ঠানের ডাটা ব্যবহার করেছেন। এতে গর্ডন ব্রাউন বলেছেন, বড়দিনের মধ্যে পশ্চিমারা যদি প্রাপ্ত বয়স্ক সব ইউরোপিয়ান ও মার্কিনিকে একটি করে বুস্টার ডোজ টিকা দেয় এবং ১২ বছরের বয়সী বাচ্চাদের সবাইকে টিকা দেয়, তা সত্ত্বেও তাদের কাছে টিকার অতিরিক্ত ১০০ কোটি ডোজ উদ্বৃত্ত থাকবে।
যত তাড়াতাড়ি সম্ভব টিকা পেতে আমরা এক নতুন ‘অস্ত্র’ যুদ্ধে নেমেছি। এটা হলো সেই ‘অস্ত্রের’ লড়াই, যাতে টিকা সরবরাহের একটি শক্তিশালী উৎস হয়ে উঠেছে পশ্চিমারা। তাদের এই টিকা মজুদ করে রাখার কারণে কোভ্যাক্স কার্যক্রম বন্ধ হয়ে আছে।