শিরোনাম :
ভিসা নিষেধাজ্ঞায় পড়ার কথা স্বীকার করলেন রাঙ্গা ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফের ব্যাখ্যা আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: ফখরুল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু এবার বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম এই জালিম সরকার খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে: টুকু ৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হলে পরিণতি শুভ হবে না: আব্বাস খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই : আইনমন্ত্রী শেখ পরিবারের ভাষাই হচ্ছে গুন্ডাদের মতো: রিজভী ডাক আস‌লেই রাস্তায় নাম‌তে হ‌বে: দুদু ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে ৭ মুসলিম দেশ! বাংলা‌দেশ নি‌য়ে অপপ্রচার রুখে দিতে প্রবাসী‌দের প্রতি আহ্বান পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসাদের নিয়ে অনুসন্ধান করছে সিআইডি বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা ফেনীতে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

টানা ৩ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকলে বিল দিতে হবে না

  • বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ঢাকা : দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন নিয়ম ঠিক করে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইন্টারনেট সেবা টানা ৩ দিন বিচ্ছিন্ন থাকলে গ্রাহকদের কাছ থেকে ওই মাসে কোনো বিল নিতে পারবে না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ স্বাক্ষরিত আইএসপি’র কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। ২ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেওয়া যাবে। আর টানা ৩ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসের কোনও মাসিক বিল গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না। এছাড়াও অপারেটরগুলোকে গ্রেড অব সার্ভিস বজায় রাখতে হবে।

এছাড়া অনুমোদিত প্যাকেজের আদলে এবং গতির সর্বনিম্ন সীমা ৫ এমবিপিএস ঠিক রেখে সেবাদাতারা নতুন নতুন প্যাকেজ দিতে পারবে। তবে এই নতুন প্যাকেজের জন্যও নিতে হবে অনুমোদন। অনুমোদনহীণ প্যাকেজ অফার করলে কমিশন ব্যবস্থা নেবে। অনুমোদিত সেবামূল্য আইএসপির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। গ্রাহকের অভিযোগ (টিকেটিং নম্বরসহ) দ্রুত সমাধানের পাশাপাশি তথ্য অন্তত ছয় মাসের জন্য সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, এক দেশ, এক রেট কর্মসূচির আওতায় গত জুনে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজ পাঁচ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে মাসে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের, দ্বিতীয় প্যাকেজ ১০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে মাসে সর্বোচ্চ ৮০০ টাকা মূল্যের এবং তৃতীয় প্যাকেজ ২০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে মাসে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা মূল্যের নির্ধারণ করে দেওয়া হয়।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved