স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরে দারুণ খেলতে থাকা সিকান্দার রাজার জিম্বাবুয়ে।
ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯ টায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে খেই হারিয়ে ফেলে সাকিবের দল।
অন্যদিকে পাকিস্তানের সাথে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে জিম্বাবুয়ে। আসরের শুরু থেকেই দলের সব ক্রিকেটার আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। যা প্রতিটি ম্যাচে জিম্বাবুয়েকে যোগাচ্ছে বাড়তি উদ্দীপনা।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান