স্পোর্টস ডেস্ক : চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। যার ধারাবাহিকতায় আরও একটি জয়ের দেখা পেল তারা। টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষ অবস্থান মজবুত করল মিকেল আর্তেতার দল।
টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুস। তার আগে ও পরে দুর্দান্ত দুটি গোল করেছেন টমাস পার্টি ও গ্রানিত জাকা।
শনিবার (১ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্সেনাল ও টটেনহ্যাম। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে চাপ ধরে রেখে এগিয়ে যায় আর্সেনাল। ২০তম মিনিটে দূর থেকে বুলেট গতির শটে গোল করেন ঘানার টমাস পার্টি। এরপর ৩১তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন হ্যারি কেইন।
দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্ত হয় স্বাগতিকদের। ৪৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা জেসুস। তবে ৬২তম মিনিটে প্রতিপক্ষের গাব্রিয়েল মার্তিনেল্লিকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সফরকারীদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমেরসন। ৬৭ মিনিটে মার্তিনেল্লির ছোট পাস বক্সে ধরে জায়গা বানিয়ে নিখুঁত শটে দলকে জয়ের উল্লাসে ভাসান জাকা।
এখন পর্যন্ত আট ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আট ম্যাচে সিটির সমান ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।