শিরোনাম :
অবরোধ সফলে কমলাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন কাদেরের সিরাজগঞ্জে যুবদলের ৩ নেতা গ্রেফতার তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর রুশ-ভারতের সাহায্য নিয়েও সরকারের পতন ঠেকানো যাবেনা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার ঋণ আমানতের সুদের ব্যবধান তুলে নিল বাংলাদেশ ব্যাংক আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ নির্বাচন পর্যবেক্ষণ: ইইউর কারিগরি প্রতিনিধি দল ঢাকায় ক্রাচে ভর করে মিছিলে যুবদল নেতা রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা শ্যামলের নেতৃত্বে রামপুরায় সড়ক অবরোধ ও মিছিল গাজীপুরে বাসে আগুন ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রীকে বিষপ্রয়োগ

জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকীতে শিল্পকলার আয়োজন

  • বুধবার, ২৫ মে, ২০২২

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত, সমবেত সংগীত, সমবেত নৃত্য ও আবৃত্তিতে মাতিয়ে তুলেন শিল্পীরা।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী শারমীন সাথী ইসলাম গেয়ে শোনান ‘আমার কালো মেয়ের পায়ের তলায়/ চেয়োনা সুনয়না/আমি গগন গহনে সন্ধ্যাতারা/সৃজন চন্দে আনন্দে’। মো. ইয়াকুব আলী খান গাইলেন ‘বধু তোমার আমার এই যে বিরহ’। বিজন চন্দ্র মিস্ত্রী গেয়ে শোনান ‘সাদা মন চাহে/আমার আপনার চেয়ে/শাওন আসিল ফিরে’। এ ছাড়াও অনুষ্ঠানে ইয়াসমিন মুশতারী, ড. নাশিদ কামাল, ছন্দা চক্রবর্তী, ঊর্বী সোম, শেখ জসীম, মো. মফিজুর রহমান, শোভন মজুমদার একক সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীরা ‘দুর্গম গিরি কান্তার মরু/ ঝড় ঝঞ্ঝায়’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরা ‘জাগো অমৃত পিয়াস’, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরা ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দলের শিল্পীরা ‘মনের রং লেগেছে/শুকনো পাতার নূপুর পায়ে’ এবং বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার শিল্পীরা ‘এ কি অপরূপ রূপে মা’ পরিবেশনা করেন।

অনুষ্ঠানে জয়ন্ত চট্টোপাধ্যায় ‘আমার কৈফিয়ত’ ও ঝর্ণা সরকার ‘নারী’ কবিতা আবৃত্তি করেন। এছাড়াও শিমুল মুস্তাফার ও প্রজ্ঞা লাবনী আবৃত্তির পরিবেশিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী ও আহসান উল্লাহ তমাল।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved