মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫) ছুরিকাঘাতে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ভুষণ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।