শিরোনাম :
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ একদিনে ১৭ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক বিএনপির অফিসে তালা ঝুলিয়ে সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে: ডা. ইরান ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী যুবদলের মিছিলে বোমা নিক্ষেপের অভিযোগ ৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন বছর শেষে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে সূচক বাড়লেও কমেছে লেনদেন অবরোধ সফলে সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয়, লড়াই হবে ২৯ দলের: কাদের স্টেশন ছেড়ে গন্তব্যে পৌছাতে পারবে না নির্বাচনী ট্রেন : ১২ দলীয় জোট ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আ.লীগকে ইসির অনুমতি নিতে হবে’

জনগণ রাজপথে নেমেছে, চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে: আমান

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ঢাকা : বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

তিনি বলেছেন, কথা বলতে গেলেই যদি বাড়াবাড়ি হয় তবে শেখ হাসিনার পতনের জন্য আরও বাড়াবাড়ি করা হবে। জনগণ রাজপথে নেমে এসেছে। চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে।

শনিবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে বাংলাদেশ এলডিপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার সম্পর্কে প্রধানমন্ত্রী যেসব কথা বলছেন তাতে মনে হচ্ছে দেশের আইন তিনি (শেখ হাসিনা) ভ্যানিটি ব্যাগে রাখেন। যেন এ আইন তিনি নিজেই পড়েন, নিজেই তৈরি করেন। প্রধানমন্ত্রী বলছেন, তিনি খালেদা জিয়াকে দয়া করে বাসায় থাকতে দিয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে নাকি আবার জেলে পাঠানো হবে। বাড়াবাড়ি আবার কী? দলীয় সরকারের অধীনে নির্বাচন করবেন, আর আমরা কথা বলতে গেলে সেটা বাড়াবাড়ি হয়। তাহলে বর্তমান সরকারের পতনের জন্য এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হবে।

তিনি বলেন, আজকে মিথ্যা মামলায় খালেদা জিয়া সাজা ভোগ করছেন। অথচ একই ধরনের মামলায় বহু লোক জামিন পাচ্ছেন।

কয়েক হাজার লোক শহীদ হলেও বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে আমান বলেন, আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যেভাবে চোখ রাঙিয়ে কথা বলছেন এই চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে। জনগণ রাজপথে নেমে এসেছে। অনেক কথা আমিরা শুনতে পাচ্ছি, গ্রেফতার করবেন। কজনকে গ্রেফতার করবেন! যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, কজনকে আটকাবেন!

তিনি বলেন, আমরা সিভিল প্রশাসনসহ পুলিশ বাহিনীকে বলবো আপনারা নিরপেক্ষ থাকুন। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার নির্ধারণ হবে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংবিধান চলবে না। জনগণের পক্ষের সংবিধান করতে হবে। আওয়ামী লীগ বারবার বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ৯০ সালের কথা মনে নাই, জনগণ আন্দোলন করে সংবিধান পরিবর্তন করেছিল।

তিনি আরও বলেন, আপনারা আগামী নির্বাচনের জন্য আপনাদের অবৈধ এমপিদের দিয়ে পার্লামেন্টে সংবিধান তৈরি করেছেন। সেই সংবিধান বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও এ সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবে। এর বাইরে কোনো কথা নেই। সংবিধান তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। অতএব জনগণের সংবিধানই বাংলাদেশে চলবে।

এসময় চলমান আন্দোলনে দলের নেতাকর্মীদের রাজপথ থেকে পিছপা না হতে প্রতিশ্রুতিবদ্ধ করান আমান।

প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও এলডিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved