অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গত আসরের চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠ তুরিনে ‘এইচ’ গ্রুপে
নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
ঘরোয়া লিগে সুবিধাজনক অবস্থায় না থাকলেও চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে জয় পেল জুভরা। জিতলেও অবশ্য চেলসির বিপক্ষে বেশ লড়াই করতে হয়েছে তাদের।
পুরো ম্যাচের প্রায় সময় রক্ষণভাগ সামলাতে হয়েছে তুরিনের বুড়িদের। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকেও গোল শোধ করতে পারেনি চেলসি।
বিরতিতে ফেরার মাত্র ১০ সেকেন্ডেই গোল হজম করে বসে ব্লুজরা। বের্নাদেশ্চির পাসে জুভদের এগিয়ে দেন চিয়েসা। সেই ব্যবধান ধরে রেখে জয় আদায় করে নেয় অ্যালেগ্রির দল।
‘এইচ’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।
গ্রুপের আরেক ম্যাচে জেনিস সেন্ট পিটার্সবাগ ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মালমো এফসিকে। ৩ পয়েন্ট নিয়ে তিনে
জেনিত। পয়েন্টের খাতা খুলতে না পারা মালমো আছে চারে।