শিরোনাম :
সৌদিতে ২৩ মার্চ থেকে রোজা শুরু চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী রেকর্ড বেড়ে ৩ দিনের মাথায় কিছুটা কমল সোনার দাম মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড উন্নয়ন প্রকল্পে দেশে তৈরি গাড়ি ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল আরও চারজনের করোনা শনাক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বহিষ্কার ৩০ দিনেই ধ্বংস হবে ক্যানসার কোষ, বাঁচবেন অসংখ্য রোগী! ‘স্মার্ট জাতি বিনির্মাণে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য’ অন্যকে নিয়ে সমালোচনার আগে নিজেদের কথা বলুন: যুক্তরাষ্ট্রকে কাদের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ বাংলাদেশে এখনও বড় সমস্যা দুর্নীতি: মার্কিন রাষ্ট্রদূত দিনে দোকানদারি, রাতে ছিনতাই করতেন তারা সূচকের উত্থানে লেনদেন চলছে

চোর সন্দেহে গণপিটুনি: তরুণী নিহত

  • সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : ঢাকার নবাবগঞ্জে সোনার চেইন চোর সন্দেহে গণপিটুনিতে রুনা আক্তার (২৫) নামের এক তরুণী নিহত হয়েছেন। একই ঘটনায় পপি আক্তার (২০) নামের অপর এক তরুণী গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজ (রবিবার) দুপুরে নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের বলমন্তচর সেতুর ঢালে হজরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পপি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মণ্ডল গ্রামের মহরম আলীর মেয়ে। নিহত রুনা একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে বলমন্তচর সেতুর ঢাল এলাকার বাসিন্দা হজরত আলীর স্ত্রী জহুরা বেগম করোনার টিকা নিতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। টিকা নেওয়ার জন্য তিনি লাইনে দাঁড়ান। বেলা ১১টার দিকে জহুরা বেগম তার গলায় দেড় ভরি ওজনের সোনার চেইন দেখতে না পেয়ে পাশে দাঁড়ানো দুই তরুণীকে সন্দেহভাজন হিসেবে আটক করেন।

এ সময় জহুরা বেগম তার স্বামী হজরত আলীকে সংবাদ দেন। এরপর ওই তরুণীদের ধরে বাহ্রা ইউনিয়নের বলমন্তচর সেতুর ঢাল এলাকায় তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে আরো কয়েকজন জড়ো হয়ে রুনা আক্তার ও পপি আক্তারকে পিটুনি দেন।

একপর্যায়ে রুনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। অপরজন পপি আক্তারের অবস্থা গুরুতর হলে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুনার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে হজরত আলী ও তার স্ত্রী জহুরা বেগম পলাতক।

নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved