শিরোনাম :
ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে যা বলল বিএনপি আ.লীগের কোনো কৌশল আর টিকবে না: ফারুক বেসরকারি ব্যাংকের ৮৯ হাজার কোটি টাকা আটকা আইরিশদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল : দুর্যোগ প্রতিমন্ত্রী বিএনপির মধ্যে ভয়ংকর সংকট চলছে : তথ্যমন্ত্রী ডিএসইতে লেনদেন নামল ৩০০ কোটির নিচে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশে এত উন্নয়ন : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা গেলেই চাকরির সুযোগ মানহানির মামলায় রুহুল গান্ধীর ২ বছরের জেল বাতাসের নিম্ন মানে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান সপ্তম স্বাধীনতা পুরস্কার পেলেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৮ সূচকের উত্থানে লেনদেন চলছে

চেয়ারম্যানের মেয়ে আর রাখাল ছেলের কাণ্ড

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

শান্ত খান বলেন, ‘আমাদের শুটিং খুব ভালো চলছে। এটা একদমই অফ ট্র্যাকের একটা সিনেমা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

এ এক কাণ্ডই বটে। চেয়ারম্যান হলো ক্ষমতাধর, এলাকার মান্যগণ্য। তার মেয়ে কলেজে পড়ে। তারও অন্য রকম কদর আছে এলাকায়। হয়তো ভয়ে তার দিকে কেউ চোখ তুলে তাকায় না।

সেই মেয়ের সঙ্গে রাখাল ছেলের কি সম্পর্ক হতে পারে? কিন্তু প্রেমের ধর্মই তো সব বাধাকে উপেক্ষা করে মনের মানুষকে কাছে পাওয়া। এই স্বপ্ন পূরণ করতে কত না কাণ্ড করতে হয় চেয়ারম্যানের মেয়ে আর রাখাল ছেলেকে।

হয়তো এমনই গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে পিয়া রে সিনেমার শুটিং। তবে গল্প নিয়ে কোনো ধারণা দেননি সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে সিনেমার নায়ক শান্ত খান জানিয়েছেন, তাকে রাখাল ছেলের চরিত্রে আর কৌশানীকে দেখা যাবে চেয়ারম্যানের মেয়ের ভূমিকায়।

চাঁদপুরে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। প্রথম লটের শুটিং চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

সম্প্রতি শুটিংয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে শান্ত খান বাইকে বসে আছেন। তাকে সাজানো হয়েছে রাখাল ছেলের বেশে। আর কৌশানী বসে আছেন রাখাল ছেলের পিছে। তার পরনে স্কুল অথবা কলেজ ড্রেস।

শান্ত খান বলেন, ‘আমাদের শুটিং খুব ভালো চলছে। এটা একদমই অফ ট্র্যাকের একটা সিনেমা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পূজন মজুমদার। সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved