শিরোনাম :
তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর রুশ-ভারতের সাহায্য নিয়েও সরকারের পতন ঠেকানো যাবেনা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার ঋণ আমানতের সুদের ব্যবধান তুলে নিল বাংলাদেশ ব্যাংক আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ নির্বাচন পর্যবেক্ষণ: ইইউর কারিগরি প্রতিনিধি দল ঢাকায় ক্রাচে ভর করে মিছিলে যুবদল নেতা রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা শ্যামলের নেতৃত্বে রামপুরায় সড়ক অবরোধ ও মিছিল গাজীপুরে বাসে আগুন ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রীকে বিষপ্রয়োগ মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪ অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ট্রাকে আগুন, দগ্ধ ১

চুলের সমস্যা সমাধানে ডিমের সঙ্গে মেশান ৩ উপাদান

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক: চুলের পরিচর্চায় বহু যুগ ধরে ডিমের ব্যবহার হয়ে আসছে। এতে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভালো রাখে। ডিম এমন একটি উপাদান যা রুক্ষ ও নির্জীব চুলকে করে রেশমের মতো সিল্কি। এটি চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

অনেকে আঁশটে গন্ধের কারণে চুলে ডিম মাখার কথা ভাবতেই পারেন না। তবে এই শীতে যদি চুল ঠিক রাখতেই চান তবে এটি ব্যবহার করতেই হবে। কেননা চুল পড়া, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুল বশে রাখা— সব সমস্যার সমাধান আছে এতে। চুলের যত্নে কীভাবে ডিম ব্যবহার করবেন, চলুন জানা যাক-

ডিম ও টক দই

এক কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন একটি ডিমের কুসুম। ভালো করে ফেটিয়ে নিন। চুলে এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ তাড়াতে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। কারণ দই আর ডিমই কন্ডিশনারের কাজ করবে।

ডিম ও অলিভ অয়েল

ডিমের কুসুমের সঙ্গে মেশান এক টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণ পুরো চুলে লাগান। চুলের ডগা বেশি শুষ্ক থাকে। তাই ডগায় ভালো করে লাগাবেন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ফেরাতে এই মিশ্রণ দারুণ কাজ করে।

ডিম ও মধু

ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই মিশ্রণ চুলে ভালো করে লাগিয়ে নিন। দু’ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এতে রুক্ষ চুল নরম হবে।

চুলের যত্নে কত কিছুই তো করেছেন। এবার বরং ডিম ব্যবহার করে দেখুন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved