বগুড়া : বগুড়ায় গাবতলী উপজেলায় চাতাল শ্রমিক ইব্রাহীম (২২) নামের এক যুবকের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহীম মারা যান।
নিহত ইব্রাহীম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়ার শেরপুর উপজেলায় একটি চাতালে শ্রমিকের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।
জানা গেছে, গতকাল সোমবার সন্ধায় ইব্রাহীম চাতাল মালিকের মোটরসাইকেল নিয়ে বের হন। পরে দিবাগত রাত ২ টার দিকে বগুড়া-চন্দনবাইশা সড়কে গাবতলী উপজেলার নিশিন্দারা এলাকায় একটি পরিত্যাক্ত ইট ভাটায় কয়েকজন দুর্বৃত্ত ইব্রাহীমকে গলা কেটে হত্যার চেষ্টা করে।
এসময় ইব্রাহীম গুরুতর জখম অবস্থায় দৌড়ে ইটভাটা সংলগ্ন পাকা সড়কে পড়ে যায়। ওই সড়কে চলাচলকারী লোকজন তাকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইব্রাহীম মারা যান। ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গাবতলী পুলিশের একটি টিম শেরপুরে আসছে তারা কাজ করছে।