ঢাকা: খুলনা জেলা, খুলনা মহানগর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা জেলায় আমির এজাজকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয়েছে।
অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপির আংশিক কমিটি করা হয়েছে।
গোলাম জাকারিয়াকে আহ্বায়ক, রফিকুল ইসলাম টিপুকে ১নং যুগ্ম আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।