স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি স্পেনিশ ক্লাব বার্সেলোনা। এবার খর্বশক্তির গ্রানাডার বিপক্ষে নিজেদের মাঠেও জিততে পারেনি কাতালান দলটি। সোমবার রাতের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে গ্রানাডাকে এগিয়ে দেন ডমিঙ্গোস দুয়ার্তে। গোল শোধের অনেক চেষ্টা করেও সফল হতে পারছিল না কাতালানরা। তবে হারতে হয়নি তাদের। ম্যাচের ৯০তম মিনিটে গোল করে বার্সাকে হার থেকে বাঁচান রোনাল্ড আরুজো।
বল দখলে বার্সার আধিপত্য থাকলেও সেই তুলনায় গোল করতে ব্যর্থ হয়েছে তারা। ম্যাচের ৭৭ শতাংশ সময় বার্সার দখলে ছিল বল। এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছে বার্সা। অন্যদিকে, ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে গ্রানাডা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।