শিরোনাম :
এক কলে জানা যাবে পাসপোর্ট-ভিসার সব তথ্য নিষ্ক্রিয়তার দায় ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি প্রথম আলোর সেই সাংবাদিক কাশিমপুর কারাগারে এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় : যুবদল সভাপতি স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম

গোপন কথা প্রকাশ করলেন নুসরাত

  • বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

অনলাইন ডেস্ক: এগিয়ে আসছে মা হওয়ার দিন। নিজের কোলে সন্তানকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন অভিনেত্রী নুসরাত জাহান। তাকে নিয়ে নানা গুঞ্জন।

প্রথমে নিখিলের জৈনর সঙ্গে সম্পর্ক ছেদ, রাতারাতি নিখিলের বাড়ি থেকে বেরিয়ে এসে একা থাকা। তারপর যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন। এসব শেষ হতে না হতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে বোমা ফাটালেন নুসরাত। কিন্তু নুসরাতের এসবে কান নেই। তাকে তো ভালো থাকতে হবে। আর এই ভালো থাকার উপায় নিজেই প্রতিদিন বেছে নিচ্ছেন নুসরাত জাহান।

রটে যাওয়া গুঞ্জন নিয়ে নুসরাত মুখ না খুললেও, মাতৃত্বের এই সফরটাকে অনুরাগীদের কাছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েই তুলে ধরছেন তিনি। মনের কথা লিখছেন মাঝে মধ্যেই। ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছেন, গুঞ্জনকে একপাশে রেখে ভালোই আছেন তিনি।

তবে এবার কবিতার ছন্দে নুসরাত তুলে ধরলেন নিজের মনের গোপন কথা। নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার কথাও বললেন এই কবিতার লাইনে।

নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘এত দিন তোমাকে নিয়ে যা ভাবা হচ্ছিল, তা একেবারেই ভুল। মানুষ তোমাকে যেভাবে চেয়েছেন, সেই তুমির মৃত্যু হয়েছে। প্রকৃত তুমিকে খুঁজতে গেলে এমন হতেই পারে। আর সেটাকে গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে একটি প্রজাপতি কোনো দিন শুঁয়োপোকার পর্যায়ে ফিরে যেতে পারবে না।’

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি নুসরাত। এমনকি, হবু সন্তানের বাবা কে, তা নিয়ে অনেক কথা রটলেও, নুসরাত মুখে কুলুপ এঁটেছিলেন। উল্টো যশের হাত ধরে পার্ক স্ট্রিটে ঘুরেছেন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল এই ছবি। ছবি দেখে শোরগোল শুরু হয়েছিল নেট দুনিয়ায়। নুসরাতের জীবনে একের পর এক বিতর্কের ঝড় এসে আছড়ে পড়ছে। তবুও নুসরাত কিন্তু মনোবল হারাননি। বরং এই ঝড়ঝাপটা কাটিয়ে মা হওয়ার অপেক্ষায় এখন দিন গুনছেন নুসরাত জাহান।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved