শিরোনাম :
দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা মহাখালীর বিস্ফোরণে অগ্নিদগ্ধ মৃতের সংখ্যা বেড়ে ৩ তপশিল স্থগিত চেয়ে রিট খারিজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা কমে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি নিপাহ ভাইরাস নিয়ে ভয়ংকর তথ্য, খেঁজুরের রস খাওয়ায় নিষেধাজ্ঞা ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার সাতসকালেই ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস দল থেকে বহিষ্কার সৈয়দ ইবরাহিম

গুলিবিদ্ধ ইমরান খান, হামলাকারী আটক

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তার এক পায়ে তিনটি গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তার ব্যক্তিগত সহকারীসহ কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ইমরানের গাড়িবহরে হামলায় আহত পিটিআই নেতা ফয়সাল জাভেদের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম দ্য ডন দলীয় এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে। ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম বোল টিভির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যখন হামলা হয় তখন আমি তাঁর পাশেই ছিলাম। ফয়সাল জাভেদও আহত হয়েছেন। ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছে।’

ইমরান ইসমাইল আরও বলেন, ‘হামলাকারী একে–৪৭ রাইফেল নিয়ে ইমরান খানকে বহনকারী কন্টেইনার ট্রাকের ঠিক সামনেই ছিল।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে ঝাপটে ধরে ফেলে।

দলের নেতা আসাদ উমর বলেন, খানের পায়ে গুলি লেগেছে, তবে গুরুতর আঘাত পাননি। ঘটনাস্থল থেকে আটক বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনও কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এ ঘটনার পর পিটিআই’র আরেক নেতা শিরিন মাজারি এক টুইট বার্তায় দেশটির ক্ষমতাশীল দলকে দায়ী করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার ঘটনার নিন্দা করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আইজিপি ও পাঞ্জাবের মূখ্য সচিবের কাছ থেকে হামলার ঘটনার তদন্ত করে অবিলম্বে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৯ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআই চেয়ারম্যান ইমরান খান লং মার্চ শুরু করেন। লাহোর লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান।

চলতি বছরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় লং মার্চ। এই লং মার্চ শেষে ইসলামাবাদে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কবে সেই সমাবেশ হবে দলের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি।

এ ঘটনায় পাকিস্তানের রাজনীতিতে অস্থিতিশীলতার বিষয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে সারাদেশে গণসমাবেশ করতে দাবি করেন যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved