শিরোনাম :
এক কলে জানা যাবে পাসপোর্ট-ভিসার সব তথ্য নিষ্ক্রিয়তার দায় ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি প্রথম আলোর সেই সাংবাদিক কাশিমপুর কারাগারে এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় : যুবদল সভাপতি স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম

গিনিতে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

  • সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সামরিক বাহিনী। রোববার এ ক্ষমতা দখলের পর দেশটির প্রসিডেন্টকে আটক করা হয়েছে। সেইসঙ্গে আফ্রিকার দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সোমবার এনডিটিভি এ খবর জানায়।

বার্তাসংস্থ এএফপিকে পাঠানো একটি ভিডিওতে সেনা সদস্যবেষ্ঠিত একজন (সেনা) কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্টকে আটকের পর সংবাধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’ ওই সেনা কর্মকর্তা বলেন, গিনির স্থল ও আকাশ সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে এবং সরকার বাতিল করা হয়েছে।

এর আগে আরেকটি ভিডিওতে দেখা যায়, গিনির প্রেসিডেন্ট আলফা একটি সোফায় বসে আছেন; তার চারপাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন সেনা সদস্য। ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়েছে কিনা – এক সেনা তাকে এমন প্রশ্ন করছেন, যার কোনো উত্তর দিচ্ছেন না প্রেসিডেন্ট।

এর আগে স্থানীয় সময় রোববার দিনের শেষ গিনির সামরিক বাহিনী ‘পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত’ দেশব্যাপী কারফিউ জারি করে।

বিপুল পরিমান প্রাকৃতিক ও খনিক সম্পদ থাকা সত্ত্বেও ১ কোটি ৩০ লাখ মানুষের দেশ গিনি পৃথিবীর গরীব দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকটাই নৈমিত্যিক। দেশটির সরকারের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

গিনির সামরিক বাহিনীর প্রধান লে. কর্নেল মামাদি দৌমবৌয়া দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনে হাজির হয়ে অভ্যুত্থানের এ ঘোষণা দেন। এ সময় তার হাতে ছিল গিনির জাতীয় পতাকা। তিনি বলেন, ‘সরকারের অব্যবস্থাপনার কারণে এ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘এক লোকের রাজনীতিকে আমরা আর বিশ্বাস করছি না। আমরা মানুষের রাজনীতিতে বিশ্বাস করি।’ মামাদি বলেন, ‘গিনি সুন্দর। এটা আর ধর্ষণ করার কোনো প্রয়োজন নেই; আমাদের উচিৎ একে ভালোবাসা।’

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved