স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দীর্ঘ ১৯ বছর পর এমন সম্মান বয়ে আনে বাংলাদেশ নারীদল। হিমালয়ের কন্যাদের হারিয়ে উচিয়ে ধরে চ্যাম্পিয়ন ট্রফি।
ঐতিহাসিক জয়ের পর বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ফেরে তারা। এরপর বিমানবন্দেরেই রাজসিক সংবর্ধনা দেয়া হয় সাবিনাদের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ছাদখোলা বাসে চড়ে চ্যাম্পিয়ন ট্রফি উচিয়ে ধরে নিজেদের তীর্থস্থান ফেরেন চ্যাম্পিয়নরা।
ছাদখোলা বাসে ফেরার পথে ঘটে নানান ঘটনা। রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ ফুল দিয়ে বরণ করে নেয় বাঘিনীদের। কেউ কেউ পোস্টার-ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে সাবিনা-সানজিদা-কৃষ্ণাদের জন্য। আনন্দের মুহূর্তে ঘটে দুর্ঘটনাও। ফ্লাইওভারে ব্যানারের কাঠের সঙ্গে আঘাত পান ঋতুপর্ণা চাকমা। এতে তার কপালে দিতে হয় তিনটি সেলাই।
আবার চ্যাম্পিয়নরা যখন বাফুফের কার্যালয়ের কাছে পৌঁছান তখন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে এক বিরল দৃশ্য। অধিনায়ক সাবিনা থেকে ট্রফি নিতে চায় সানজিদা। তখনই দেখা যায় ট্রফির নিচের অংশ খুলে গেছে। এরপর একজন ট্রফির নিচের অংশ একজন উপরের অংশ বেশ সতর্কভাবে ধরে।