খুলনা : খুলনা মহানগরী দক্ষিণ টুটপাড়ার ছোট খালপাড়ের ৪৮নং সার্কুলার রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহতরা হলেন- খান মোহাম্মদ শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। মোহাম্মদ শাওন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার খান মোহাম্মদ মহসিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় সার্কুলার রোড এলাকার ভাড়া বাসায় থাকতেন। নিহত শাওনের হাতে লম্বা একটি লোহার রড ছিল। ধারণা করা হচ্ছে রডটি ফ্লাটের বারান্দার পাশ ঘেঁষে যাওয়া ১১ হাজার কেভি বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। পরে তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎতে আটকে যান। সেখানেই তাদের মৃত্যু হয়।