ঢাকা : খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশ যেতে হলে আবার কারাগারে যেতে হবে। কারণ যে আবেদনে সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে ওই একই আবেদনে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারবে না সরকার।
তিনি বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২১ আগস্টের মামলার ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেয়া হবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান আইনমন্ত্রী।