ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে এস. সি. বিএনস কুইনস নামক একটি সংগঠন।
রবিবার (১৭ অক্টোবর) বিকালে প্লাটিনাম রেস্টুরেন্টে এস. সি. বিএনস কুইনস আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, ‘আজকে এই সরকার শুধুমাত্র অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রীকে বন্দী করে রাখা হয়েছে। সুচিকিৎসা তার নাগরিক অধিকার, মৌলিক অধিকার সে অধিকারও হরণ করছেন শেখ হাসিনা’,
‘দেশ এবং জাতির ক্রান্তিকালে কিভাবে দেশকে পরিচালনা করতে হয় সে অদম্য দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন; তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকার পরও দেশের মানুষের প্রতি যার প্রতিশ্রুতি অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিচলিত হননি তিনি’।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সাধারন সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, সুপ্রীম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সজল
এ্যাডভোকেট মিনা বেগম মিনি, ব্যারিস্টার মারিয়ম খন্দকার, এ্যাডভোকেট নুসরাত জাহান শান্তা, আফসানা রশীদ, সাহানারা বেগম, জাকিয়া আনারকলি, সৈয়দা শাহীন আরা লাইলী, মাহফুজা আক্তার শিল্পী, নাহিদ সুলতানা, সাবিনা ইয়াছমিন লিপি, ফারজানা সুলতানা সাথী, আকলিমা পারভিন, রাশিদা আলিম ঐশী, সাবিকুন নাহার তিথি, নিলুফার ইয়াছমিন লিমা, মাহবুবা জুই, জেসমিন জাহান করিম, আয়শা আক্তার, রুবি চিশতি, শাহাজাদী কহিনুর পাপড়ি, শামিমা সুলতানা, জহুরা খাতুন জুই, নাসরিন খন্দকার শিল্পী, শাহানাজ পারভীন জোসনা, শেফালি হাসান, নাসরিন হেনা, শাহীন সুলতানা খুকি, ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।