শিরোনাম :
ভিসা নীতি বিএনপির ওপর চাপ তৈরি করেছে : তথ্যমন্ত্রী দেশে হাসপাতালে ভর্তি আরও ৭২ ডেঙ্গু রোগী জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমান প্রায় ৮৩ কোটি মানুষ: এফএও নিপুণ রায়ের তিন মাসের আগাম জামিন বিএনপিকে চাপে রাখার কৌশল থেকে সরবে না আওয়ামী লীগ ‘ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ-শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব’ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ‘শান্তিরক্ষা মিশনে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশি সদস্যরা’ ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত ৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন সৌদি পৌঁছেছেন সাড়ে ২৯ হাজার হজযাত্রী স্ত্রীকে গলা কেটে খুন, ৬ বছর পর গ্রেপ্তার স্বামী সব সমস্যার সমাধান করা হবে: এরদোয়ান বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা

ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে শীর্ষে লিভারপুল

  • রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফের জালের দেখা পেলেন মোহামেদ সালাহ। বর্তমান ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করলেন সাদিও মানে। তাদের নৈপুণ্যে আরেকটি দারুণ জয় পেল লিভারপুল। সফল পথচলায় এবার তারা ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-০ গোলে হারাল ক্রিস্টাল প্যালেসকে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে উইলফ্রেড জাহার শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন। পরের মিনিটেই ক্রিস্তিয়ান বেনতেকের হেড পোস্টে লাগলে ফের বেঁচে যায় স্বাগতিকরা। এর পর একটু একটু করে চাপ বাড়াতে থাকে লিভারপুল। প্যালেস মাঝেমধ্যে পাল্টা আক্রমণে উঠলেও আধিপত্য করে ক্লপের দল। তবে সুযোগ নষ্ট হতে থাকে অনেক।

৩৮তম মিনিটে দিয়োগো জটা অবিশ্বাস্য এক মিস করেন। থিয়াগো আলকান্তারা হেড গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা দারুণ নৈপুণ্যে রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় জটার পায়ে। পাঁচ গজ দূর থেকে কেবল একটা টোকার দরকার ছিল; কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে উড়িয়ে মারলেন পর্তুগিজ ফরোয়ার্ড। পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় লিভারপুল। কর্নারে সালাহর হেডে আরেকটি দুর্দান্ত সেভ করেন গুয়াইতা; কিন্তু এবারও বল হাতে রাখতে পারেননি তিনি। কাছ থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মানে।

৬৮তম মিনিটে আবারও গুয়াইতার দুর্দান্ত ডাবল সেভে লড়াইয়ে থাকে প্যালেস। মুহূর্তের ব্যবধানে এই স্প্যানিয়ার্ড ব্যর্থ করে দেন কেইটা ও সালাহকে। ৭২তম মিনিটে পাল্টা আক্রমণে গোল পেতে পারতো সফরকারীরা। কিন্তু তাদের ফরাসি ডিফেন্ডার ওদসোন এদুয়া গোলমুখে বল নিয়ন্ত্রণেই নিতে পারেননি।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। কর্নারে ভার্জিল ফন ডাইক হেড করতে লাফিয়ে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে পারেননি। তার কাঁধে লেগে বলে যায় ছয় গজ বক্সের মুখে সালাহর পায়ে। বিনা বাধায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মিশরের এই ফরোয়ার্ড।

আর ৮৯তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন কেইটা। লিভারপুলের প্রথম প্রচেষ্টা এবার ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন গুয়াইতা; কিন্তু ডি-বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন গিনির সেন্ট্রাল মিডফিল্ডার।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে উঠেছে দুই নম্বরে। একটি করে ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও এভারটনের পয়েন্টও সমান ১০ করে।

 

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved