শিরোনাম :
সৌদিতে ২৩ মার্চ থেকে রোজা শুরু চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী রেকর্ড বেড়ে ৩ দিনের মাথায় কিছুটা কমল সোনার দাম মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড উন্নয়ন প্রকল্পে দেশে তৈরি গাড়ি ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল আরও চারজনের করোনা শনাক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বহিষ্কার ৩০ দিনেই ধ্বংস হবে ক্যানসার কোষ, বাঁচবেন অসংখ্য রোগী! ‘স্মার্ট জাতি বিনির্মাণে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য’ অন্যকে নিয়ে সমালোচনার আগে নিজেদের কথা বলুন: যুক্তরাষ্ট্রকে কাদের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ বাংলাদেশে এখনও বড় সমস্যা দুর্নীতি: মার্কিন রাষ্ট্রদূত দিনে দোকানদারি, রাতে ছিনতাই করতেন তারা সূচকের উত্থানে লেনদেন চলছে

কোনো পার্টি করেন না যে তারকারা!

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারত উপমহাদেশের অন্যতম শহর মুম্বাই।আর এই শহরেই রয়েছে বিশ্বের অন্যতম বড় সিনেমা ইন্ডাস্ট্রি ‘বলিউড’। হাজার হাজার তারকার আনাগোনা এ শহরে। আর এ কারনেই সবসময় মুম্বাই মেতে থাকেএক ভিন্ন আমেজে। এ শহরে রাত নামলেই শুরু হয় জাঁকজমক পার্টি। কোথাও তারকাদের, আবার কোথাও সাধারণ তরুণ থেকে প্রবীনদের।

সম্প্রতি বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান মাদক সংশ্লিষ্ট পার্টি থেকে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় পুরো ভারত জুরে তোলপাড় চলছে। তারকাদের জীবনধারা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারন সবার মনেই এক ধারনা, বলিউডের সব তারকাই পার্টি করেন। মাদকের নেশায় ডুবে থাকেন। কিন্তু না, এমন কিছু তারকা আছেন, যারা মাদক তো দূরের কথা, পার্টিতে পর্যন্ত যান না।

এই তালিকায় প্রথম নামটি মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। তিনি বাস্তব জীবনেও মেনে চলেন কড়া নিয়ম-কানুন। কোনো পার্টি তো দূরের কথা, পুরস্কারের অনুষ্ঠানেও হাজির হন না এ তারকা।

নবাব পুত্র সাইফ আলী খানও পার্টি পছন্দ করেন না। কাজ শেষে সোজা চলে যান বাড়িতে। স্ত্রী-সন্তান ও পরিবার নিয়েই সময় কাটান। যদিও তার স্ত্রী কারিনা কাপুর একেবারেই সোশ্যাল বাটারফ্লাই। বলিউড কেন্দ্রিক সব পার্টিতেই দেখা যায় তাকে।

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের নামটিও আছে এই তালিকায়। কোথাও গিয়ে নেচে-গেয়ে পার্টি করার চেয়ে বাড়িতে সময় কাটানোই পছন্দ তার। মেয়ে, স্বামী ও পরিবার নিয়েই সব আয়োজন তার।

এ প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডে তারকা খ্যাতি পেলেও ফিল্মি পার্টিতে যেতে পছন্দ করেন না একদমই। কোথাও আমন্ত্রণ পেলে হাসিমুখেই না বলে দেন।

অক্ষয় কুমারের মতো সচেতন তারকা বলিউডে নেই বললেই চলে। খুব ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শারীরিক কসরত করা এবং সারাক্ষণ কাজের মধ্যে থাকাই খিলাড়িখ্যাত কুমারের রোজকার নিয়ম। তিনি মাদকজাতীয় কোনো দ্রব্য গ্রহণতো দূরের কথা, এমনকি তিনি ধুমপানও করেন না। পার্টিতেও যেতে একদম স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

তথ্যসূত্র: হাঙ্গামা বাংলা

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved