প্রবাস ডেস্ক : কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে তিন জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, তারা সবাই ওই এলাকায় কৃষি কাজ করতেন।
অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের দেশের বাড়ি সিলেট অঞ্চলে। এদের মধ্যে খুরশিদ আলী (৪৮) গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
কামাল উদ্দিন (৫১) মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২৪ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন। এছাড়াও, মোহাম্মদ ইসলাম (৩২) সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফাইত গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ আলকাছ নামে আরেক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, শ্রম কাউন্সেলর আবুল হুসেন, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী তৌহিদ ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা নিহতদের মরদেহ দেশে পাঠানোর ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।