কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
ময়নামতী হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘আমি মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানাব। তবে অটোরিকশাটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিল। ওই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি বাস এটিকে ধাক্কা দিলে অটোর চালকসহ পাঁচজন যাত্রী সড়কে ছিটকে পড়েন। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’