ঢাকা : কুমিল্লায় দুর্গাপূজায় সহিংসতার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে ও ঘন ঘন স্থান পবির্তন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শিগগিরই তাকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনা যে ঘটিয়েছে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘন ঘন স্থান পরিবর্তন করছে। আমরা তাকে ধরব। কেন এই কাজ করেছে তার জবাব দিতে হবে। আপনাদের জানাব।’ মন্ত্রী আরও বলেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন, উস্কানি দিচ্ছেন, তাদের খুব শিগগির গ্রেফতার করা হবে। তাদের জবাব দিতেই হবে।
র্যাবের সব ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার বিস্তৃত করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে র্যাব সদর দফতরে ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।