টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও শ্যালক দুলাভাইসহ ৪ জন নিহত হয়েছেন।
বুধবার রাত ৮ টায় ও বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গার পাথালকান্দি ও চর ভাবলা
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার হায়েতপুর গ্রামের মৃত হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৩) ও কুঁড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে
সোহেল রানা (২০)সম্পর্কে বন্ধু ও পাবনা সদর উপজেলার হান্নান মোল্লার ছেলে স্বাধীন (২৪) ও মোস্তাক হোসেন (২৮)। সম্পর্কে শালা-দুলাভাই। স্বজনরা জানান, নিহত
রফিকুল ইসলাম ও সোহেল রানা পাড়াপড়শি বন্ধু।
বৃহস্পতিবার দুই বন্ধু বেড়াতে যমুনায় উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পাথারকান্দি মহাসড়কে গাড়ি চাপায় রফিকুল ঘটনাস্থলেই মারা যায় ও সোহেল রানাকে উদ্ধার
করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাধীন ও তার বোনজামাই মুস্তাক দুজনেই ঢাকার একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত আছেন। ছুটি শেষে বুধবার বিকেলে পাবনা থেকে তারা ঢাকার
উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের চরভাবলা নামকস্থানে এসে পৌঁছালে অজ্ঞাত বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । বঙ্গবন্ধু সেতু পূর্ব
থানার ওসি সফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।