ঢাকা : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেলেন মিরসরাই পৌরসভা বিএনপির সভাপতি ফকির আহম্মদ (৬৫)। তার বাড়িও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়ায়।
জানা যায়, আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এক ঘন্টা পর সকাল ৯টার দিকে সেখানে তিনি মারা যান।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন, কারাগারে বন্দি থাকা অবস্থায় সকেলে হঠাৎ করে অসুস্থতার কথা জানায় ফকির আহম্মদ।
দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ১৮ অক্টোবর ফকির আহম্মদ হাটহাজারী থানার একটি মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাবন্দি হন। তিনি মেঘনা ৩-এ কারাবন্দি ছিলেন।