আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পশ্চিম উপকূলে তীব্র ঝড়, বন্যা ও ভূমিধসে একজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) কানাডার ফেডারেল পুলিশ জানিয়েছে, সড়কের মাটি ধসে এক নারীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, এখনো নিখোঁজ রয়েছেন দুজন।
ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী ভ্যাঙ্কুভার। বন্যার পানিতে ডুবে গেছে নগরীর রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়।
ভ্যাঙ্কুভার বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ রেখেছে কানাডার বড় দুটি কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল ও কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে।
স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) বন্যাকবলিত ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে হেলিকপ্টারযোগে আটকা পড়া অন্তত তিনশ মানুষকে উদ্ধার করা হয়েছে।
রাজ্যটির পরিবহনমন্ত্রী রব ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে বলেন, শতাব্দীর সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি এটি।
খবর বিবিসি