ঢাকা : রাজধানীর কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় মো. সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
মৃতের প্রতিবেশী সানাউল্লাহ জানিয়েছেন, সুমন একটি বেসরকারি কোম্পানির ডিলারে ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। তিনি কাওরানবাজার থেকে কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন। শুঁটকিপট্টির সামনে দিয়ে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ওই সময় দুই দিক থেকে দুটি ট্রেনে ক্রস করছিল।
সুমন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের জলিল মোল্লার ছেলে।