স্পোর্টস ডেস্ক : অঘটনের শিকার হয়েছে লিভারপুল। ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে হতবাক করেছে স্বাগতিক ওয়েস্ট হ্যাম। হারিয়ে দিয়েছে ৩-২ গোলে।
বিশাল এই জয় দিয়ে লিভারপুলকে টপকে তৃতীয় স্থানে উঠে গেছে ওয়েস্ট হ্যাম। লিভারপুল নেমে গেছে চারে। তাদের শিরোপা জয়ের মিশন খেল বড় এক ধাক্কা।
টানা ২৬ ম্যাচে অজেয় থাকার নতুন ক্লাব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল লিভারপুল। শুধু তাই নয় এই ম্যাচটি জিতলে দ্বিতীয় স্থানে উঠে যেত কোচ ইয়ুর্গেন ক্লপের দল।
সে ক্ষেত্রে শীর্ষে থাকা চেলসির থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকতো তারা। কিন্তু তার কোনোটাই হলো না।
ম্যাচের ৪ মিনিটের মাথায় অ্যালিসন বেকার ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দিলে এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড সমতায় ফেরায় লিভারপুলকে। কিন্তু পাবলো ফর্নালস ও কুর্ট জুমার গোলে ৩-১ গোলে পিছিয়ে যায় লিভারপুল।
ম্যাচ শেষের বাঁশি বাজার ৭ মিনিট আগে একটি গোল করেন ডিভোগ অরিগি। কিন্তু লাভ হয়নি। সমতায়ও ফিরতে অ্যানফিল্ড শিবির।